জয়পুরহাটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০৯ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
জয়পুরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে যুবদলে প্রতিষ্ঠা বর্ষিকী উদ্বোদন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক মাসুদরানা প্রধান, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ন আহবায়ক আবু রায়হান উজ্জল, গোলাম রাব্বানী রাব্বি।
আরো উপস্থিত ছিলেন হারুনুর রশিদ জুয়ের, তৌফিক এলাহি, আ: মতিন, ইকবাল হোসেন, রাশেদ তারেক, সুব্বা, সুমন, সাগরসহ অন্যান্যরা।