এই ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩২ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মুদ্রাস্ফীতি, অস্বাভাবিক উচ্চমূল্য, খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় এই ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সংকটে রয়েছে দেশ। তাই সরকারের বিদায় ছাড়া বিদ্যমান সংকট নিরসনে আর কোনো বিকল্প নেই।
আজ বুধবার (২৬ অক্টোবর) জেএসডির কেন্দ্রীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জেএসডি সভাপতি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাব্য দুর্ভিক্ষের পূর্বাভাস দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের কাজ হচ্ছে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় দ্রুত আগাম ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দেয়া।
তিনি বলেন, দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়ে সরকার নিজ ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের গল্প দিয়ে দেশের মানুষকে সরকার দুর্দশার গভীরে ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন মানুষের জীবনযাত্রার মান নিম্নতর হচ্ছে। আর্থিক দুরবস্থা সর্বত্র সংক্রমিত হওয়ায় দেশের সাধারণ মানুষ আজ ভীতসন্ত্রস্ত।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেগম তানিয়া রব। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, মোশারফ হোসেন মন্টু, আব্দুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান, আনিসা রত্না, ফারজানা দিবা, কামরুল আহসান অপু, মোহাম্মদ মোস্তাক, নাসির উদ্দিন স্বপন, আবুল কালাম, রুবেল হোসেন সরকার, তৌফিক উজ জামান পিরাছা প্রমুখ।