খুলনায় আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে শায়রুল কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
গত ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা মোল্লা মনিরুল ইসলাম, আবদুল্লাহ, সাজ্জাদুজ্জামান, জিয়াউর রহমান, মো: তাছির, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলী, শেখ হাবিুবর রহমান, সোহরাব হোসেন, ইকরামুল বিশ্বাস, হারুন মোল্লা, ফেরদাউস মোল্লা, শখ সিরাজুল ইসলাম, আবদুল মজিদ, সুনীল দাস, সুমন সরদার, আবদুল গফফার শেখকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে আবদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।
সমাবেশ শেষে ঢাকায় আসার পথে হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।