জায়মা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিষ্টার জায়মা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক অ্যাড. এ,কেএম সাইফুল ইসলাম, সদস্য সচিব মোশাররফ হোসেন এমপি, বগুড়া পৌরসভার মেয়র সাবেক আহ্বায়ক রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপি'র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মাহবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাড. আলী আজগর, অ্যাড. মোজাম্মেল হক, যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, রেজাউল করিম লাবু, আহসান হাবীব মমি, আদিল শাহরিয়ার গোরকি, হারুনুর রশিদ সুজন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীম, অ্যাড. আবদুল্লাহিল বাকী লিপন, রাকিবুল ইসলাম শুভ, মোঃ শাহ্ আল আমীন সরকার, উজ্জ্বল হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আবদুল্লাহ। এসময় মহান আল্লাহর দরবারে জায়মার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করা হয়।