সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে : রিজভী আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৫১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভি আহমেদ বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় যুবলীগ-ছাত্রলীগ এবং পুলিশের ত্রি-মুখি হামলা সত্বেও খুলনায় বিএপির গণসমাবেশ সফল হয়েছে। এই সমাবেশ বানচাল করার জন্য শেখ হাসিনা সরকারের ইশারাই বাস মালিকরা স্ব-ঘোষিত হরতাল পালন করে। তারপরও এই সমাবেশ সফল হয়েছে। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেটে, ভ্যানে, ট্রেনে এবং নৌকায় করে সমাবেশ স্থলে আসেন। এ সময় খুলনার প্রতিটা সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বিএনপির নেতা-কর্মিদের ওপর হামলা করে। হামলায় শতশত নেতা-কর্মি বিভিন্ন ভাবে আহত হয়েছেন। তাই এ সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবব্ধ হয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। গত ২২ তারিখে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে যশোরের কেশবপুর থেকে খুলনায় যাওয়ার পথে আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় আহত ১০ জন বিএনপি নেতা-কর্মিদের দেখতে ও খোজখবর নিতে তাদের বাড়িতে বাড়িতে যাওয়ার আগে কেশবপুর বিএনপি কার্যালয়ে উপস্থিত দলীয় নেতা-কর্মিদের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।
আজ মঙ্গলবার যশোর জেলা বিএনপি, কেশবপুর থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী হামলায় আহত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের বিএনপি নেতা মাজেদুর রহমান, শহিদুল ইসলাম ও জিরাবুল ইসলামের বাড়িতে যান এবং বাকী আহত সকল নেতাদের সাথে কথা বলে তাদের খোজখবর নেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিক নার্গিস ইসলাম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম- আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, থানা বিএনপির যুগ্ম-আহবায় প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন, থাানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস প্রমুখসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
কেশবপুর থানা ও পৌর বিএনপি নেতারা জানান, খুলনার বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গত শুক্রবার রাতে (২১ অক্টোবর) কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের তত্বাবধানে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম খানের নেতৃত্বে কেশবপুর থেকে সমাবেশস্থলে যাওয়ার পথে খুলনার সোনাডাঙ্গা এলাকায় পৌছালে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা মাজেদুর রহমান, শহিদুল ইসলাম, জিরাবুল ইসলাম, রশিদুল ইসলাম. রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, সোহাগ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সদস্য আক্তারুজ্জামান, যুবদল নেতা মিজানুর রহমান আহত হয়।