খাগড়াছড়িতে ছাদ ধসে নিহত সাজ্জাদের পরিবারের পাশে ওয়াদুদ ভুইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ এএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৬ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
২৪ অক্টোবর সোমবার বিকেলে ত্রুটিপূর্ণ ও নিম্নমানের মেটেরিয়ালসে নির্মাণাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের ক্যান্টিলিভার এর ছাদ ধসে মৃত্যু হওয়া সাজ্জাদ হোসেন এর অসহায় পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া।
উল্লেখ, গত ৮ অক্টোবর খাগড়াছড়ি জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ত্রুটিপূর্ণ, ৩০ ফুট উচ্চতায় ১৮" ছাদ ঢালাইতে লোহার পাইপের বদলে পুরনো নিম্নমানের বাঁশ, পুরনো মেয়াদোত্তীর্ণ সেন্টারিং, সরকারি বন্ধের দিন, ছাদ ঢালাই এর সময় ইঞ্জিনিয়ার না থাকা, সিমেন্ট ও রড পরিমাণ মত ব্যবহার না করা, কাগজপত্রে নাম করা এক ঠিকাদারের লাইসেন্স হলেও, প্রভাব খাটিয়ে কাজটি করছিল আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা, ক্ষমতার দম্ভে ইঞ্জিনিয়ারিং কোর না মানা সহ একাধিক দুর্নীতি ও অনিয়মের কারণে এনেক্স ভবনের ক্যান্টিলিভার এর ছাদ ধসে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
জেলা পরিষদের এনেক্স ভবনের ক্যান্টিলিভার এর ছাদ ধসে হত্যাকাণ্ডে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার কথা থাকলেও ১৪ দিনেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট, আদৌ তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে কিনা সন্দেহ দেখা দিয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের আহবান করেন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।