শাসকদলের সন্ত্রাসীদের হামলায় আহতদের শয্যাপাশে বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৯ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৫১ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, হামলা মামলা করে তাবেদার নিশিরাতের সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বুঝতে পেরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নারকীয় তান্ডব চালাচ্ছে। তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে একদিন দেশের মাটিতে তাদের বিচার হবেই।
আজ রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তান্ডবে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও আহতদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের সাথে মোবাইলে কথা বলেন ও তাদের চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদানসহ অতিগুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ প্রদান করেন। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের মোবাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলমান আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হবে বলেন জানান। তিনি নেতাকর্মীদের মনোবল মজবুত করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ, শের আলম সান্টু, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, কেএম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, আহসান উল্লাহ বুলবুল, আব্দুল আজিজ সুমন, শেখ ফারুক হোসেন প্রমূখ।