বিএনপি ও জিয়া পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৫ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
খুলনা গণসমাবেশ থেকে ফেরার পথে কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ এবং জিয়া পরিষদের সহকারী মহাসচিব অ্যাডভোকেট মুর্তাজা আযম-উল-আলম (পিটার) ও তাদের সাথে থাকা নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এ সময় আওয়ামী সন্ত্রাসীরা তাদের গাড়ি ভাঙচুর করে। বিএনপি ও জিয়া পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ।
আজ রবিবার (২৩ অক্টোবর) জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস ও মহাসচিব ড. এমতাজ হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ দোষীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি করেন।