পুলিশের মামলায় ফরিদপুরে কেন্দ্রীয় নেতা সহ বিএনপির ৬১ জনের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৫ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ফরিদপুরে পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধাদানের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলার ৬১ জন নেতাকর্মী জামিন লাভ করেছেন।
আজ রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ আকবর আলীর আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন।
জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয়ক মিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, বিএনপি নেতা আজম খান, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মিজানুর রহমান মিনান, শামসুল আরেফিন সাগর, গোলাম রব্বানী রতন, ভিপি ইউসুফ, ভিপি সেলিম, যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মামুন উর রশিদ মামুন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের করার জন্য আদালত চত্বরে সমবেত হতে থাকে। সেখানে মিছিল থেকে পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুরের অভিযোগে কোতয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।