খুলনায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে মাগুরায় শতাধিক নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪০ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
খুলনায় বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় গত শুক্রবার দিবাগত রাত ১ টার সময় যশোরের উপকন্ঠে সীমাখালি ব্রীজের উপর থেকে প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করে মাগুরার শালিখা থানা পুলিশ।
গতকাল শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপি'র জনসমাবেশ শেষ হলে সন্ধ্যার পর তাদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আটককৃত নেতাকর্মীদের মধ্যে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলে সভাপতি মুন্না, মাগুরা জেলা যুবদলের সিঃ যুগ্ম সম্পাদক সৈয়দ মাহবুব মিল্টন, খোকসা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু যুগ্ম সম্পাদক কাজী এনামুল হোসেন ডলার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আরিফ হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম টুটুল, সবুজ মল্লিক, হযরত আলী, মুজাহিদুল ইসলাম সোনা, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, শিমুল আহমেদ, শামীম আহমেদ, কৃষক দল নেতা ফরহাদ, রফিক মন্ডল, আব্দুল মালেক, তাতীদল সভাপতি মোঃ আল আমিন, রশিদুল ইসলাম অন্যতম।