খুলনায় বিএনপির সমাবেশ, ট্রলার বহরে আ.লীগের বোমা হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১১ এএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
খুলনায় বিএনপি’র গণসমাবেশে নদীপথে ট্রলারযোগে যাওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বোমা হামলা ও বেধড়ক কোপে ফুলতলা উপজেলা বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।
ফুলতলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল ভূঁইয়া পারভেজ বলেন, সড়কপথে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় গতকাল শনিবার, অক্টোবর ২২, ২০২২, সকাল ৯টায় বিএনপি নেতাকর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে ভৈরব নদের ফুলতলা ও শিকিরহাট ঘাট দিয়ে ৯টি ট্রলারযোগে খুলনার গণসমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে ট্রলার বহরটি খুলনার ৫ নং ঘাট এলাকায় পৌঁছলে ৫/৬টি ট্রলার নিয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশীয় বোমা, অস্ত্রশস্ত্র, রাম দা, ইটের খোয়া ও রেলের পাথর দিয়ে সমাবেশগামী ট্রলারের ওপর অতর্কিত হামলা চালায়।
তাদের হামলায় বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সময়ে আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের অনেকের এখনো সন্ধান পাওয়া যায়নি।
খুলনা জেলা বিএনপি’র সদস্য ও ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ আবুল বাশার বলেন, সিকিরহাট ও ফুলতলা ঘাটে পুলিশের বাধা অতিক্রম করে সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করা হয়।
দিঘলিয়া এলাকায় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নদীর তীর থেকে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হাসনাত রিজভী মার্শাল জানান, দুপুর সোয়া ১২টায় ৫ নং ঘাট এলাকায় কয়েকটি ট্রলারে করে আমাদের ট্রলার ঘিরে ফেলে তারা। পরে রাম দা, রড, লাঠি নিয়ে কুপিয়ে ও পিটিয়ে অর্ধশত নেতাকর্মীকে আহত করেছে। খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলনার মহাসমাবেশ ভণ্ডুল করার জন্য গত ৩ দিন ধরে পাঁয়তারা চালাচ্ছিল। তারাই ফুলতলা উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।