স্বেচ্ছাসেবক লীগের নেতার অনুসারী হওয়ায়, গ্রেফতার হচ্ছেন না খুনের আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২২ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কলেজপড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রায় দুই বছর আগে রাজধানীর দারুস সালাম থানার লালকুঠি এলাকায় কলেজছাত্র মো. মাহিন ওরফে শুভকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় করা মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে যার বিরুদ্ধে মূল অভিযোগ, তাকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। এ ছাড়া এই হত্যা মামলার আরও তিন আসামিকে অভিযোগপত্রে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হত্যা মামলার এই আসামিরা ওই এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খানের অনুসারী হিসেবে পরিচিত। নাবিলের আশ্রয়-প্রশ্রয়ে তারা প্রকাশ্যে মিছিল-মিটিং করছিলেন। দারুস সালাম থানার পুলিশের সঙ্গে নাবিল খানের সখ্য থাকায় পুলিশ তাদের ধরেনি। এমনকি অভিযোগপত্র থেকেও বাদ দিয়েছে। অভিযোগপত্রে নাম থাকা সত্ত্বেও গ্রেফতার না হওয়া শফিকুর রহমান ওরফে অতুলকে (২৮) শনিবারও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে নাবিল খানের সমাবেশে দেখা গেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা মো. বাবুল। শফিকুর মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা।
এ ছাড়া এই মামলায় অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ পেয়েছেন শাহরিয়ার কবির ওরফে হৃদয় (২৬), মো. কাউছার (২৯) ও কায়সার ইমরান ওরফে প্রদীপ (৩০)। তাদের মধ্যে শাহরিয়ার ও কাউছারকে নিয়মিত নাবিল খানের কর্মসূচিতে দেখা যায় বলে অভিযোগ করেছেন নিহত মাহিনের স্বজনেরা। আর কায়সার ইমরানকে এ মামলায় একবার গ্রেফতার করা হলেও তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ার কথা বলে অভিযোগপত্রে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এ ছাড়া গত বছরের আগস্টে কাউছারকে একবার র্যাব ধরে দিলেও তাকে ছেড়ে দিয়েছিল দারুস সালাম থানার পুলিশ। পরে অবশ্য গত বুধবার কাউছারকে আবার ধরে নিয়ে থানায় সোপর্দ করেছেন নিহত মাহিনের স্বজনেরা।
নিহত মাহিনের বাবা বাবুল বলেন, মাহিন হত্যায় অংশ নেয়া শফিকুর, শাহরিয়ার ও কাউছার প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতা নাবিল খানের মিছিল-মিটিং করলেও পুলিশ তাদের গ্রেফতারে কোনো আগ্রহ দেখায়নি। থানার পুলিশ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে নাবিল খানের ভালো সম্পর্ক। এ সুযোগে এই আসামিরা এখন তাকেও খুন করার হুমকি দিচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের নেতা নাবিল খান বলেন, আমার মিছিল-মিটিংয়ে শত শত লোক আসেন। এই তিনজন মিছিল-মিটিংয়ে আসছেন বলে তাদের আমি কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছি না। নাবিল খান মিরপুর এলাকার বাসিন্দা ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তারের (তুহিন) ভগ্নিপতি। ঢাকা-১৪ আসনের (দারুস সালাম-শাহ আলী এলাকা) সংসদ সদস্য আগা খান মিন্টুর আত্মীয় পরিচয় দেন তিনি। নাবিলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বক্তব্যের জন্য সংসদ সদস্য সাবিনা আক্তারকে ফোন করলেও তিনি ধরেননি। আর সংসদ সদস্য আগা খান বলেছেন, নাবিল খান আমার রক্তের সম্পর্কের কেউ নয়। সে আমার গ্রামের সম্পর্কের ভাতিজা হয়। সে আমার নাম ব্যবহার করছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, আসামি কাউছার যে খুনের আসামি, সেটা ওই সময় বাদী পুলিশকে জানাননি, তাই তাঁকে ওই দিন ছেড়ে দেওয়া হয়েছিল। আর খুনের আসামিকে গ্রেফতারে কেউ বাধা দিলে তিনি যত বড় নেতাই হোন না কেন, তাকেও আইনের আওতায় আনা হবে।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর দারুস সালাম থানার লালকুঠির সি ব্লকের তৃতীয় কলোনিতে স্থানীয় সন্ত্রাসীরা লাঠি, রড, ছুরি ও চাপাতি নিয়ে কলেজছাত্র মাহিনের ওপর হামলা চালান। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেন ও কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মাহিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ সেপ্টেম্বর মাহিন মারা যান। তিনি মিরপুরে সরকারি বাঙলা কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। মাহিনের মা মরিয়ম বেগম ছেলেকে হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুলতান আলী এখন খিলক্ষেত থানায় কর্মরত। ২ অক্টোবর রাতে তিনি বলেন, তদন্তকালে এজাহারভুক্ত ছয় আসামি ছাড়াও মাহিন হত্যায় আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য উঠে আসে। মোট ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছিল। পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় শাহরিয়ার, কাউছার ও কায়সার ইমরান ওরফে প্রদীপকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। এসআই সুলতান আলীর দাবি, মামলায় পরে কায়সারের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়েছে। শাহরিয়ার ও কাউছারের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হলে তাদের বিরুদ্ধেও সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে। এ মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে তারা হলেন রাকিব হোসেন, রাহিতুল হাসান ওরফে রিংকু, সাকলাইন খান ওরফে তামিম, রিয়াজ আহম্মেদ ওরফে রিয়াজ, সুমন আকন্দ, মো. রাকিব হোসেন, কবির হোসেন, ইমরান হোসেন, বাদল মিয়া, সিরাজুল ইসলাম ওরফে ভাতিজা সিরাজুল ও শফিকুর রহমান ওরফে অতুল। আসামিদের মধ্যে জামিনে মুক্ত আছেন রাহিতুল হাসান, সাকলাইন খান ও রিয়াজ আহম্মেদ।
মেয়েকে উত্ত্যক্ত করতেন শফিকুর : মাহিন হত্যাকান্ডের সময় তার বাবা মো. বাবুল সৌদি আরবে থাকতেন। মাহিনের মা মরিয়ম বেগম বলেন, ওই সময় তার মেয়ে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন এজাহারভুক্ত আসামি শফিকুর। মাহিন প্রতিবাদ করায় শফিকুর ও তার সহযোগীরা ক্ষিপ্ত ছিলেন।
তিনি বলেন, এক পর্যায়ে বখাটে শফিকুরের উৎপাতে তার মেয়ের কলেজে যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। পরে মাহিনকে খুন করেন তারা। কায়সার, কাউছারসহ শফিকুরের সঙ্গীরা মাদকের কারবার ও ছিনতাইয়ে জড়িত বলেও অভিযোগ করেন মরিয়ম। মরিয়ম বেগম বলেন, ২০১৮ সালে তার স্বামী সৌদি আরবে থাকার সময় এজাহারভুক্ত আসামি কাউছার, শফিকুরের সহযোগী আল আমিন, বিপ্লব ও সুমন তাদের লালকুঠির বাসায় ঢুকে তাকে ও তার কলেজপড়ুয়া মেয়েকে মারধর করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ ব্যাপারে তখন দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দারুস সালাম থানার লালকুঠি ও মাজার রোড এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন শফিকুর। দারুস সালাম থানায় তার বিরুদ্ধে ছিনতাই, খুনসহ আটটি মামলা রয়েছে। এ ছাড়া এজাহারভুক্ত আসামি রাকিব হোসেন, সাকলাইন খান ও বাদল মিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। মাহিনের বাবা বাবুল পেশায় গাড়িচালক।
তিনি বলেন, গত ২০ আগস্ট মিরপুর শাহ আলী মাজারের পাশে নাবিল খানের অফিসে ছিলেন কাউছার। তিনি র্যাব-৪-এর একটি দলকে জানালে তারা এসে কাউছারকে আটক করে। এ খবর পেয়ে নাবিল খান এসে তাকে (মাহিনের বাবা) তার কার্যালয়ে ঘণ্টাখানেক আটকে রাখেন। পরে র্যাব কাউছারকে দারুস সালাম থানায় সোপর্দ করে। কিন্তু কাউছারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেই জানিয়ে তখন তাকে ছেড়ে দেয়া হয়। অবশ্য গত বুধবার স্থানীয় ব্যক্তিদের সহায়তায় কাউছারকে আটক করে আবার দারুস সালাম থানায় সোপর্দ করেছেন নিহত মাহিনের স্বজনেরা। এবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের অনুমতিতে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহতের বাবাকে কার্যালয়ে আটকে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাবিল খান বলেন, রাত ১০টার দিকে আমার মার্কেটে ঢুকে পড়েন মাহিনের বাবা। এত রাতে কেন মার্কেটে ঢুকেছেন, তার কাছে জানতে চাওয়া হয়। তাকে আটকে রাখা হয়নি।