গণসমাবেশ সফল করতে রাজশাহীর পবা উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২২ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৭ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার বিকেলে নগরীর বিসিকি এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শািফকুর হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।
পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নুজু, হড়গ্রাম ইউনিয় বিএনপির আহ্বায়ক আনারুল ইসলাম, হুজরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক আবুল কালাম আজাদ, দর্শনপাড়া ইউনিয়নের আহ্বায়ক আব্দুস সালাম, হরিয়ান ইউনিয়নের আহ্বায়ক মজিবুর রহমান ও পারিলা ইউনিয়নের আহ্বায়ক রেজাউল করিম, পবা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমদে, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, কামরুজ্জামান, আক্তারুজ্জামান হাবিবুর রহমান হাবীব, আসাদুজ্জামান বাবু ও আবুল কাশেম।
আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটালার, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামন, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, সুমন আলী, জামিল আক্তার লিটন ও খাইরুল ইসলামসহ পবা উপজেলা, বিভিন্ন ইউনিয়র, থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, এই সরকারকে আর একমাসও ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। আন্দোলন শুরু হয়ে গেছে। শনিবারের খুলনার গণসমাবেশ প্রমান করে বাংলার মানুষ আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। খুলনায় সর্বাত্বক বাধা প্রদান এবং সমস্ত যানবাহন বন্ধ করে জনস্রোত রুখতে পারেনি এই সরকার। আগামী তিন ডিসেম্বর যতই বাধা আসুক রাজশাহীর গণসমাবেশে রাজশাহীতে তিন লক্ষের অধিক লোকের সমাবেশ ঘটানো হবে। আর এই সমাবেশ সফল করতে এখন থেকে প্রস্তুত থাকার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে পবার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করার পরামর্শ দেন প্রধান অতিথি।