দেশে নিরব দুর্ভিক্ষ চলছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ২২ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত। সরকারের অপরিনামদর্শী সিদ্ধান্তের কারণে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। মাত্র পঁচিশ হাজার টাকার জন্য মা তাঁর সন্তান বিক্রি করে দিচ্ছে। মায়ের চিকিৎসার জন্য সন্তান তার কিডনি বিক্রি করে দিচ্ছে। অথচ সরকার বলছে আগামী দিনে দুর্ভিক্ষ আসবে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলার পৌর শহরে প্রয়াত প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এফসি এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, একেএম মোশাররফ হোসেন এফসি ছিলেন কিংবদন্তি মানুষ। কর্ম গুণে একজন জাদরেল আমলা থেকে হয়েছেন জদরেল জননেতা। তাঁর সময়ে মুক্তাগাছায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন একেএম মোশাররফ হোসেনের ছোট ভাই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু।
প্রধান অতিথি বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান টুকু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম প্রমূখ।