বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২১ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:১৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক আলহাজ্ব সোহরাব উদ্দিন এবং বাসন থানা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ্ব বশির আহমেদ বাচ্চু সহ সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তির দাবিতে বাসন থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাসন মেট্রো থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দিপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুজ্জামান জামান ও বাসন মেট্রো থানা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান।
বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর চলমান পুলিশি হয়রানি, হামলা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগর বিএনপি'র সংগ্রামী আহবায়ক সোহরাব উদ্দিনকে মিথ্যা মামলায় আসামী করে কারাগারে পাঠানোর প্রতিবাদ করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, বাসন মেট্রো থানা বিএনপির নেতা আব্দুল মান্নান, আমজাদ হোসেন, শহিদুল ইসলাম, যুবনেতা দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ছাত্রনেতা ইঞ্জি: আরিফ খান, আনোয়ার বাবু, সজল বাপ্পি, মোহাম্মদ ইউনুছ, শামিম, নজরুল ইসলাম আকন্দ, জাসাস নেতা খোরশেদ আলম প্রমুখ।