কুষ্টিয়ায় বিএনপি নেতার মাকে র্যাবের গালাগাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার কে বাসায় না পেয়ে তার বৃদ্ধা মাকে অকত্থ্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর কুষ্টিয়া থানা পাড়ায় কাজল মাজমাদারের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
কাজল মাজমাদার জানান, আগামী শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কুষ্টিয়ায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন তিনি এ সময় র্যাব ও ডিবির একটি টিম আমার বাসায় এসে খোঁজ করলে আমাকে না পেয়ে আমার বৃদ্ধা মাকে গালাগাল করে হুমকি দেয় যেন আমি বিএনপির জনসভায় না যাই।
মাজমাদার বলেন, আওয়ামী লীগ তার বাকশালি শাসন ব্যাবস্থা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও কতিপয় অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে যে অপচেষ্টা চালাচ্ছে তাতে এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাজল মাজমাদারের থানা পাড়ার বাস ভবনে বিনা ওয়ারেন্টে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়ে তাঁর শতবর্ষী মা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
নেতৃবৃন্দ আরো বলেন, গত দেড় মাসে কুষ্টিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। এভাবে মামলা হামলা ও পুলিশি হয়রানী করে আগামী ২২ অক্টোবরের খুলনা বিভাগীয় মহা সমাবেশ ঠেকানো যাবে না।