এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেনা : আব্দুস সালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আরেকটি পাতানো নির্বাচন করার জন্য নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। যত রকমই ষড়যন্ত্র করা হোক না কেন এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ এ সমাবেশ করে।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন খান, জামাল উদ্দিন কালু প্রমুখ।
আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি যখন সভা সমাবেশ করে সব রকমের বাধা দেয়া হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহের সমাবেশ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আবারও ষড়যন্ত্র করা হচ্ছে শনিবার খুলনা সমাবেশ বন্ধ করার জন্য। ইতোমধ্যে সমাবেশ বন্ধ করার জন্য হরতাল দিয়ে যানবাহন বন্ধ করার পাঁয়তারা করছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করে সমাবেশ সফল হবে জনগণের জোয়ারে।