এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ইনশাআল্লাহ : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, এই সরকার জনগণের সরকার নই যদি জনগণের সরকার হতো তাহলে চট্টগ্রামের গণসমাবেশ ও ময়মনসিংহের গণসমাবেশ দেখে এই সরকার পদত্যাগ করত, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না ইনশাআল্লাহ, বাড়ি থেকে অনুমতি নিয়ে নিছি আন্দোলন করে জেলে যেতে পারি, শহীদ হতে পারি, আমরা দেখতে চায় এই সরকারের জেলে কত জায়গা আছে, কত গ্রেফতার করতে পারে। তবু্ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ।
এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, আপনারাও সবাই প্রস্তুতি নিন, এখন থেকে ঢাকায় অবস্থান করার,এই গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সাথে থাকার এবং সবাইকে ঢাকা বিশাল গণসমাবেশে যোগদান করার আহ্বান জানান। কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কক্সবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মসউদুর রহমান মাসুদ, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ ইউনুস, সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবছার কামাল, রাশেদুল হক, আব্দুর রহিম, শাহীনুল কাদের লিমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম, কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উমর ফারুক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সদস্য সচিব ইনজামামুল হক সহ কক্সবাজার জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।