গুলি চালিয়ে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৪ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এদেশে বাচাঁর একটি মাত্র উপায় আছে তজবি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তা না হলে সাধারণ জনগণের যে জোয়ার উঠেছে আপনারা হয়তো আর পালানোর পথ খোঁজে পাবেন না। বিএনপি নেতাকর্মীদের উপর লাঠি নিয়ে, গুলি ও সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে আওয়ামীলীগের সন্ত্রাস, পুলিশের হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে স্টেশন রোডে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশে গণজোয়ার দেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্য তারা এখন আবোল-তাবোল বকছে। হামলা, মামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন করে সরকার পতনের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায় বলে এখন ধরপাকড়সহ নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতন চালানো হচ্ছে। আগামীতে সকল বাঁধা উপেক্ষা করে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, মমিনুর রহমান মমিন প্রমুখ।