রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা বিএনপির প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১৯ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ২৯ অক্টোবর বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা হয়েছে। রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব হারুন উর রশীদ-এমপি, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেলা বিএনপির আওতাধীন ১১টি ইউনিটের নেতৃবৃন্দ।