আগামী বৃহস্পতিবার সকল মহানগর ও জেলায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামী লীগের সন্ত্রাস, পুলিশের হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার খুলনা বিভাগ ব্যতীত সকল মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসমলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় নিম্নে বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১০ অক্টোবর তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায় গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তীকালীন সময়ে দল নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠন, সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন ও আন্দোলনকারী সকল দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন এর দাবি, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি এবং আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলি বর্ষণে আব্দুর রহিম, নূরে আলম, শাওন, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিমের হত্যা, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের ও পুলিশের হামলা এবং মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে বর্তমানে অনির্বাচিত সরকার ক্ষমতায় অনৈতিকভাবে টিকে থাকার জন্য পুনরায় দমননীতি গ্রহণ করেছে। সভা মনে করে, জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে, তাতে সরকারের সকল নির্যাতনকে পরাজিত করে জনগণের বিজয় অর্জিত হবে। সভায় আওয়ামী লীগের সন্ত্রাস, পুলিশের হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আগামী ২০ অক্টোবর ২০২২ খুলনা বিভাগ ব্যতীত সকল মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। সভায় গাজীপুর মহানগরের আহ্বায়ক সোহরাব হোসেনসহ কয়েক জন নেতা-কর্মীর জামিন বাতিল করায় তীব্র নিন্দা জানানো হয়। মিথ্যা মামলায় উচ্চ আদালত হতে জামিন প্রদানের পরেও নিম্ন আদালতে জামিন বাতিল করে কারাগারে পাঠানো প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভা মনে করে বিচার বিভাগকে দলীয়করণ করে অনির্বাচিত সরকারের নির্দেশে আদালতের এই সকল নির্দেশ গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
৩। সভায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধণ আইন, ২০২২ মন্ত্রীসভা কর্তৃক অনুমোদন এবং জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরে সিদ্ধান্তে তীব্র সমালোচনা করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক এবং জনগণকে রাজনৈতিক কারনে হয়রানি এবং নির্বাচনের প্রভাব বিস্তারের আশংকা রয়েছে। সভা এই সিদ্ধান্তকে আপত্তিকর বলে মনে করে। অযৌক্তিক, রাজনৈতিক উদ্দেশ্য মূলক, বিভ্রান্তি সৃষ্টিকারী এই সকল সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
৪। সভায় আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।