ফরিদপুরে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ পিএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৭ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি গুম, খুন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আগামী ১২ নভেম্বর ফরিদপুরের বিভাগীয় গণ-সমাবেশ সফল করতে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে গত সোমবার বেলা ১১টায় লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় জনতা ব্যাংকের মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে নিউ মার্কেট, হাজী শরিয়ত উল্লাহ বাজার ও ভাঙ্গা রাস্তার মোড়ে এসে শেষ করে।
এসময় ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি (যথাক্রমে) ভিপি রেজা, জিয়া সালমান লিমন, কৌশিক আহম্মেদ অনিক, শামিম খান কায়েস, সেখ রনি, শুভ ইবনে সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, জুয়েল , সিফাত ইবনে সালাম, পারভেজ খান, কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক ইমন বিশ্বাস বাবু-সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।