ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে থেকে ফেরার পথে আ'লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৩ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আসার পথে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানা যুবদল নেতা জসিমের উপর সশস্ত্র হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পাগলা থানা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সফল, হিমেল মিয়া, রাজু সিং, রায়হান মৃধা, তানভির শেখসহ অর্ধ শতাধিক নেতা-কর্মীকে রড দিয়ে পিটিয়ে, রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেতৃবৃন্দকে দেখতে যান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।
এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার পাঁচবাগের সুলতান, এমদাদুলসহ বিভিন্ন জায়গায় দোকান-পাট ভাংচুর ও লুট করেছে।