মঞ্চে খালেদা জিয়ার চেয়ার খালি রেখেই বিএনপির গনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার খালি রেখেই অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গনসমাবেশ।
এ সময় মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য সংরক্ষতি এই খালি চেয়ারের এক পাশে বসেন সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পাশে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস’সহ অন্য নেতারা।
ওই খালি চেয়ারের আরেক পাশে বসেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান ডা: এজেড এম জাহিদ হোসেন'সহ অন্য নেতারা। ফলে সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে এই খালি চেয়ারটি ঘিরে তৈরী হয়েছিল এক বিশেষ কৌতূহল।
আজ শনবিার (১৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর মাসকান্দা পলিটেকনিক্যাল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে দেখা গেছে এই চিত্র।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলনে, আপনারা দেখেছেন সমাবেশের মঞ্চে একটি চেয়ার খালি, এই চেয়ারটি বেগম খালেদা জিয়ার।
ইনশাল্লাহ অচিরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে এভাবেই আমাদের মধ্যমনি হয়ে দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেতৃত্ব দিবেন।
একই ধরনের মন্তব্য করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একএেম শফিকুল ইসলাম। এ সময় সমাবেশটি যৌথ ভাবে সঞ্চালনা করনে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মামুদ আলম ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়মারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান।