বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:১৪ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন রিজভী সহ বিএনপির নেতা কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বাঘের বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা বিএনপি কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও পিরুজালী ইউনিয়ন বিএনপি সভাপতি নাজিম ব্যাপারী, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আমিন মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আছিফ সরকার, শ্রম বিষয়ক সম্পদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য লাইজদ্দিন, যুবদলের নেতা নাজিম সরকার, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহাঙ্গীর সিকদার, যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, নাজমুল ফকির, রতন, রুহুল আমিন, ইমরান সরকার, উৎস, লিটন সহ নেতৃবৃন্দ।