বিএনপি'র সমাবেশ সফল করতে ঈশ্বরগঞ্জ ছেড়েছে আড়াই হাজার নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
শত বাঁধা উপেক্ষা করে বিএনপি'র বিভাগীয় সমাবেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আড়াই হাজার নেতাকর্মী সভাস্থলে যোগ দেন।
আজ শনিবার (১৫ অক্টোবর) ময়মননিংহ পলিটেকনিক্যাল ছাত্রাবাস মাঠের পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দেন তারা।
জানা যায়, শনিবার বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশকে পণ্ড করার লক্ষ্যে সরকার দলীয় নেতারা শুক্রবার থেকে ময়মনসিংহ বিভাগে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিভিন্ন ভাবে বিএনপির নেতাকর্মীদের বাঁধা দেয়। কিন্তু এসব বাঁধা তোয়াক্কা না করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতাকর্মী গনসমাবেশে যোগ দেন।
এর আগে শুক্রবার বিকেল থেকে যান চলাচল বন্ধ হওয়ার আগেই অনেক নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন। শনিবার সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে সড়ক পথে, পায়ে হেঁটে, নৌপথে যাত্রা করে যোগ দান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।