মৌলভীবাজারে বিএনপির শোক র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫৩ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারন সম্পাদক, শরিফুল হক সাজু'র নির্দেশনায় চলমান আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীগনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়লেখা উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের উদ্যোগে শোক র্যালী।
র্যালী পরবর্তী প্রতিবাদ সভায় মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদির পলাশ এর সভাপতিত্বে, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক ও পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সিপার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো: মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সেবুল, তাজুল ইসলাম আয়জুল মেম্বার, রুহেল আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল আলম খোকন, উপজেলা যুবদলের সদস্য, মস্তাক তাপাদার কানন, হাদি হোসেন, আমিনুর রহমান, শাহিন আহমদ সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।