মালদ্বীপে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ এএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় এবং সারাদেশে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে ১৪ অক্টোবর শুক্রবার দুপুর ২: ৩০ মিনিটে এই দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকীব ।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বিভিন্ন সময়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি মালদ্বীপ প্রবাসী সকল জাতীয়তাবাদী জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে প্রবাসে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানান। আওয়ামী-বাকশালী সরকারের সকল অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ড এর বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও মালদ্বীপ বিএনপি প্রতিবাদী ও অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব যুবদলের সভাপতি, আব্দুল মান্নান, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম, ব্যাংকার কাশেদুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সহ সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী বাবুল হোসেন, সহ সভাপতি ফারুক ফেনি, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক খলিলুর রহমান চাঁদপুরি, আজাদ, মনির হোসেন, মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরোও অনেকে।
অনুষ্ঠানে কোরআন, তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন, মালদ্বীপ প্রবাসী, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।