লালমনিরহাটে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা : আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ১৪ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫০ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা শহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলামসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা শেষে নেতাকর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে পড়েন।
তখন ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেয় এবং তাদের সঙ্গে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যোগ দেয়। এ সময় তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানবলেন, 'বিনা কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। দলীয় কার্যালয়ে সভাশেষে আমরা তখন শান্তিপূর্ণভাবেই সড়ক দিয়ে যাচ্ছিলাম।'
তবে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ডেইলি স্টারকে বলেন, 'দলীয় কার্যালয়ে সভা শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের ওপর চড়াও হয়।'
যোগাযোগ করা হলে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।'