পলিটেকনিক মাঠে হচ্ছে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৪ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
ফলে আগামীকাল (১৫ অক্টোবর) দুপুর ২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির এই বিভাগীয় গনসমাবেশ।
আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতাকে হত্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গুম খুন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গনসমাবেশ আয়োজন করা হয়েছে।
গত ৬ অক্টোবর মাঠের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। অবশেষে আজ বিকেলে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাস মাঠ সমাবেশের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন।
এদিকে শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নিয়েছে বিএনপির বিভাগীয় নেতারা।
এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও হুইপ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ হান্নান খান, শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহেমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু প্রমূখ।
প্রসঙ্গত, বিএনপির বিভাগীয় এই সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের ৭ জেলার নেতাকর্মীরা অংশ গ্রহন করবে।