বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নবগঠিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের রোমানা আফাজ সড়ক থেকে মিছিলটি বের হয়ে সার্কিট হাউস মোড়, নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান এর সঞ্চালনায় মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্য বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। বর্তমান সরকারের সেই দিকে কোন খেয়াল নেই। তিনি বলেন বিএনপি জনগণের দল। জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি যখন সারাদেশে জনগণের পাশে দাঁড়িয়ে কর্মসূচি পালন করছে, তখন সেই সব কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিহত হচ্ছেন দলের নেতা কর্মীরা। এভাবে হামলা মামলা করে বিএনপি'র আন্দোলন কমানো যাবে না। তিনি স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।