নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯ এএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি'র ডাকে ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নাগড়ায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম ফখরুল হাসান, সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিট থেকে আগত আহ্বায়ক এবং সদস্য সচিব বৃন্দ।