গাজীপুরে বিএনপি অফিসে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ এএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১১ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
গাজীপুর জেলা বিএনপির অফিসে হামলা এবং আওয়ামী পুলিশ কর্তৃক গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান সহ বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় সকাল ৯টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য খন্দকার বাবুল তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাহান মড়ল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রমজান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফারুক ভুইয়া, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ইব্রাহিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাজিবুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রিফাত মোড়ল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রানা প্রতাপ, উপজেলা যুবদলের নেতা আসাদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইয়ামিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার, যুগ্ন আহ্বায়ক মিন্টু, যুগ্ম আহ্বায়ক মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাজি সহ নেতৃবৃন্দ।