ময়মনসিংহ বিএনপির গণসমাবেশ সফল করতে উত্তর যুবদলের প্রচার মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
আজ বুধবার দুপুরে গৌরীপুর পৌর শহরে প্রচার মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
এই প্রচার মিছিলের নেতৃত্ব দেন উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছু, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে গণসমাবেশ সফল করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত জেলার ফুলপুর, ঈশ^রগঞ্জ, তারাকান্দা, গৌরীপুর হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় প্রচারপত্র বিলি করেছেন উত্তর যবদলের নেতাকর্মীরা।
এবিষয়ে উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছু বলেন, বিএনপির গনসমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিটি গ্রাম ও ইউনিয়নে গণসংযোগ চলছে। আশা করছি আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহের বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।