ময়মনসিংহ বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, প্রচারণায় ব্যস্ত নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৯ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দলটির র্শীষ পর্যায়ের ও স্থানীয় নেতারা। এ লক্ষ্যে গত এক সপ্তাহ যাবত দিনরাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে সমাবেশ উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে প্রচারপত্র নিয়ে গণসংযোগ করেন দক্ষিণ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এতে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু'সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় তারা নগরীর আঠারবাড়ী বিল্ডিং, ছোট বাজার ও দূর্গাবাড়ী রোড এলাকার প্রতিটি দোকানপাট ও সাধারন মানুষের মাঞে প্রচারপত্র বিলি করে বিএনপির গণসমাবেশে অংশ গ্রহন করার আমন্ত্রন জানান।
এর আগে নগরীর ৬ ও ১০ নং ওযার্ডে প্রচারপত্র বিলি করে গণসংযোগ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রচারণায় অংশ গ্রহন করেন।
এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় নেতাদের সাথে দফায় দফায় মতবিনিময় সভা করেন।
পরে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীর চরপাড়া'সহ বেশ কয়েকটি স্পটে প্রচারপত্র বিলি করেন।
এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সম্প্রতিক আন্দোলন সংগ্রমে দলীয় পাঁচ নেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি চলছে। আশা করছি ময়মনসিংহের বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।