সংগ্রাম অব্যাহত রাখার আহবান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ১১ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
তৃণমুল থেকে দলকে সুসংগঠিত করে ‘ভয়কে জয় করে ’ গণতন্ত্রর সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিরাজগঞ্জ জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। কর্মীসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে সহস্রাধিক নেতা-কর্মীরা অংশ নেয়।