ময়মনসিংহের গণসমাবেশ সফল করতে সরিষাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ এএম, ১১ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৮ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় বিশাল গণসমাবেশ সফল করার লক্ষে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউপির সাবেক চেয়ারম্যান আঃ আওয়াল, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আমিমুল এহসান শাহীন, অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহবায়ক আঃ আলীম সবুজ, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের আহবায়ক মূর্শেদ আলম প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং দলের অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বর্তে মুক্তি, জ্বালানী তেল, চাল, ডালসহ প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশকে সফল করতে এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।