চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ পিএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা শহরের তাকিয়া রোড়স্থ বিপিএস টাওয়ারে আজ সোমবার অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জালাল উদ্দীন মজুমদার, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন। জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা মৎসজিবী দলের সভাপতি জহির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।
উপস্থিত ছিলেন বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।