ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর বিএনপির শোক র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ পিএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা হাতে নিয়ে শোক র্যালী করেছে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি। এ সময় তারা সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতার মৃত্যুতে কালো পতাকায় শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় এই পতাকা মিছিল করেন জেলা বিএনপির এই দুই ইউনিটের নেতাকর্মীরা।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লাগামহীন দূর্নীতি ও বিএনপির প্রতিবাদ সমাবেশে নিহত আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল শাওন, আব্দুল আলমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই শোকর্যালী করে বিএনপি।
এ সময় উত্তর জেলা বিএনপির একটি শোক র্যালী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগর প্রদিক্ষণ করতে চাইলে পুলিশ বাঁধ্ াদেয়। পরে শোক র্যালীটি দলীয় কার্যালয়ে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
এই শোক র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
এছাড়াও শোকর্যালীর নেতৃত্ব দেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েতুর রহমান কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাড.নূরুল হক, কামরুজ্জামান লিটন প্রমূখ।
এর আগে একই ইস্যুতে শোকর্যালী করেছে দক্ষিণ জেলা বিএনপি। এর্যালীর নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম প্রমূখ।
এ সময় র্যালীতে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।