এই সরকারের পতন না হলে কেউ মুক্তি পাবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কথা খুব পরিস্কার এই সরকারের পদত্যাগ চাই। আমরা ঘোষণা দিয়ে বলতে চাই এই আওয়ামীলীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এই অবৈধ সরকার আমাদের বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্যাতন, হামলা, মামলা, গুম ও হত্যা করেছে। বাংলাদেশের মানুষের সব চেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। মুক্তির রাস্তা একটাই এই সরকারের পদত্যাগ। এই সরকারের পতন না হলে কেউ মুক্তি পাবে না।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন ২০২৩ সালে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিবে। তার এই আগাম বলার কারণ হলো ওনারা ইতিমধ্যেই টাকা বিদেশে পাচার করেছে। তারা টাকা পাচার করে তাদের নিরাপত্তা তৈরী করেছে। কানাডায় বেগম পাড়ায় জমি ও বাড়ী কিনে নিরাপদ আবাস্থল তৈরী করেছে।
আজকে জনগণের জোয়ার যে সারাদেশে তেরী হয়েছে হয়তো তারা এদেশ ছেড়ে পালিয়ে কানাডায় বেগম পাড়ায় চলে যাবে। আর পাচার করা টাকা দিয়ে তাদের ভবিষ্যৎ জীবন-জীবিকা নির্বাহ করবে। তিনি আগামী দিনে নেতাকর্মীদের এই শোককে শক্তিতে রুপান্তির করে সকলকে শপথ নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে শোক র্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
এর আগে শহরের দয়াময়ী চত্বর থেকে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। শোক র্যালীতে বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।