সিরাজগঞ্জে জেলা বিএনপির কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২১ এএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১১:০৩ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে শহরে কালো পতাকা মিছিল করা হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সকাল ১১টার সময় শহরের খুশীর মোড় থেকে জেলা বিএনপির কালো পতাকা মিছিল বের হয়ে ইসলামিয়া সরকারী কলেজ মাঠ সংলগ্ন কদমতলা যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে ও হাতে কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়।