সুনামগঞ্জে বিএনপির শোক র্যালী, পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ এএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:২৪ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শহীদুল ইসলাম শাওন, ভোলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম, নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শাওন প্রধান ও বেনাপোল পৌরসভার ৩৭নং ওয়ার্ড বিএনপির নেতা শহীদ মোঃ আব্দুল আলিম এর স্মরণে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শোক র্যালী করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্ট্যান্ড কার্যালয় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পথে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, বাধা উপেক্ষা করে কালিবাড়ি মোড় ঘুরে ফের পুরাতন বাস স্টেশনে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ঠিলেন, জেলা সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ভাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নেতৃত্বে শোক র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়রুল জাকেরীন, সহসভাপতি নাদের আহমদ,আবুল কালাম আজাদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।