পিরোজপুরে জেলা বিএনপির শোক র্যালীতে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১২ এএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০২ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
তত্ত্বাবধায়ক সরকারের দাবীসহ সরকার বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত বিএনপির নেতা-কর্মীদের স্মরণে আয়োজিত জেলা বিএনপির শোক র্যালীতে পুলিশের বাঁধার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১০ অক্টোবর) সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী শহরের পোষ্ট অফিস সড়কে শুরু হলে সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে পুলিশের বাধার সম্মুখিন হয়। পরে পুলিশের বাধায় মিছিলটি পন্ড হলে জেলা বিএনপি অফিসের সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশী বাঁধা দিয়ে আর কাজ হবে না। খুব শ্রিঘই দেশের সব সাধারণ জন এই সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করবে। বিএনপির যে নেতা-কর্মীরা নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়েই এ দেশে আবার তত্ববধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে।