জনগণ এই সরকারকে এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না : আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ এএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০১ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না।
আজ সোমবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ৮ই অক্টোবর রাজধানীর দুটি দলীয় অনুষ্ঠানে আমান বলেছিলেন, ‘আগামী ১০ই ডিসেম্বরের পর খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে। এর বাইরে কারো কথায় চলবে না’। তার এমন বক্তব্যের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ১০ তারিখ নয়। যখনই এই সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তখন থেকে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল চায়নি যে এই সরকার ক্ষমতায় থাকুক। জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদের দাবি অনুযায়ী আমরাও মাঠে নেমেছি।
আমান উল্লাহ আমান বলেন, দ্রব্যমূল্য, লোডশেডিং বেড়েছে। দেশ পরিচালনা এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এজন্য যত দ্রুত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করবে, এটাই তাদের প্রত্যাশা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।