আ'লীগ আবারও ষড়যন্ত্রের নির্বাচনের পায়তারা করছে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪১ পিএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩২ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিরপেক্ষ ভোটে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগ আবারও কারচুপি, ষড়যন্ত্রের নির্বাচনের পায়তারা করছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে তারা গায়ের জোরে নির্বাচন করতে চাইলে ভয়াবহ পরিস্থিতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না।
আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে তিনি ময়মনসিংহের হালুয়াঘাটে এবং বিকেলে ধোবাউড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার পর তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়ায় গণ সংযোগ করে প্রচারপত্র বিতরণকালে জনসাধারণের প্রতি ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানানোর আহ্বান জানান।
এমরান সালেহ্ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে দুর্ণীতি, লুটপাট করে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। ছোট, বড় সকল প্রকল্পেই দুর্ণীতি লুটপাট চলছে বাধাহীন ভাবে। দুর্ণীতি, লুটপাট, অর্থ পাচার আড়াল করতে ২৯ স্পর্শকাতর প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষনা করা হয়েছে। এসব করে তাদের দুর্ণীতি ধামাচাপা দেয়া যাবে না।
প্রস্তুতি সভায় এমরান সালেহ প্রিন্স দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের প্রতি বিভাগীয় গণসমাবেশে স্বতস্ফূর্তভাবে যোগ দিয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
হালুয়াঘাট ঊপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হালুয়াঘাট ঊপজেলা বিএনপির প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবদুল হাই, নাদিম আহম্মদ, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, আলী মাহমুদ, ক্বারী আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ধোবাউড়া উপজেলার বিএনপির প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজহারুল হক, হাবিবুর রহমান হাবিব, আবুল হাশিম, ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক কাজল, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্ সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।