রাজবাড়ীতে আইসিটি মামলায় আটক স্মৃতির বাড়িতে স্বেচ্ছাসেবক দল নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
রাজবাড়ীতে আইসিটি মামলায় আটক মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি বাড়িতে সোনিয়ায় ছোট দুই সন্তান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে যান অর্পণ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেত্রী বীথিকা বিনতে হুসাইন।
আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে স্মৃতি'র সন্তানদের সমবেদনা জানিয়ে সামান্য উপহার তুলে দিয়েছেন বীথিকা বিনতে হুসাইন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি লিখন ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সাবেক নেত্রী সেলিনা সুলতানা নিশীতা প্রমুখ।