ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৭ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দিনভর পৃথক পৃথক ভাবে তিনটি প্রস্তুতি সভা করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
এ সময় তিনি আগামী ১৫ অক্টোবর গণসমাবেশ যে কোন মূল্যে সফল ও স্বার্থক করার লক্ষ্যে স্থানীয় যুবদল নেতাদের কঠোর নির্দেশনা দেন।
সভায় মামুন হাসান বলেন, সমাবেশ সফল করতে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। পকেটে কাগজ কলম রাখবেন। মাফিয়া লীগের কেউ যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার নাম পরিচয় লিখে রাখুন। আর তাকে বলে দিবেন- হামলা অত্যাচার ততটুকু কর যতটুকু তুমি সহ্য করতে পারবে। কারণ দেশের গনতন্ত্র ফিরে আসলে এসবের জবাব নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিজয় সন্নিকটে, অচিরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিবেন। বিগত ১৪ বছরের সকল অন্যায় অত্যাচারের জবাব দেওয়া হবে। আমরা ভয় পাই না, মাফিয়া লীগের কোন শক্তিই আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিএনপির বিভাগীয় সমাবেশ বাঁধাগ্রস্থ করতে পারবে না।
আজ রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় ময়মনসিংহ বিএনপির কার্যালয়ে আগামী ১৫ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আয়োজনে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক শামছু।
এ সময় উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন ফকির, এড. সারোয়ার জাহান, ফরিদ উদ্দিন (সিনিয়র), বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইলিয়াস হোসেন, মোজাম্মেল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু' সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এদিকে একই ইস্যুতে বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
এর আগে সকাল থেকে দুপুর পযর্ন্ত ময়মনসিংহ মহানগর যুবদলের সাথে এক প্রস্তুতি সভায় মিলিত হয়ে মতবিনিময় করেন মামুন হাসান।
এ সময় মহানগর যুবদলের প্রস্তুতি সভায় মামুন হাসান বলেন, ময়মনসিংহ মহানগর যুবদল তিন ভাগে মিছিল করে, এটা হতে পারে না। মিছিল হবে একটি। আমাদের যুদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে, মাফিয়ার বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয়। এটা খারাপ সংস্কৃতি, পরিহার করুন। আগামী দিনে কেউ আলাদা মিছিল করলে দায়ভার তাকেই বহন করতে হবে। বিভক্তির জায়গা যুবদলে নেই বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।