জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নতুন কমিটি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ এএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এজে মোহাম্মদ আলী সভাপতি ও ব্যারিস্টার কায়সার কামাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (০৮ অক্টোবর) রাতে কাউন্সিলরদের গোপন ভোটে সুপ্রিম কোর্টে এই দুই আইনজীবী নির্বাচিত হন।
মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ আইনজীবী। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কায়সার কামাল বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে সারাদেশের আইনজীবীরা দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রবর্তণ, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখছে। এই অবস্থায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করব এবং আশা করি বিগত দিনের মতো সামনের দিনগুলোতেও চলমান আন্দোলনকে আরও বেগবান করা হবে।’
নতুন কমিটি ঘোষণার আগে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান নেতৃত্বাধীন মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। বেলা দুইটা থেকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং ৬৪ সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলরা নতুন কমিটি গঠন বিষয়ে মতামত তুলে ধরেন। এই কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সিলরদের বেশিরভাগ সদস্যের মতামত ছিল, তারেক রহমান যে কমিটি দেবেন, সেটা তারা মেনে নেবেন। কিছু কিছু সদস্য গোপন ভোটের পক্ষেও মতামত দেন। এরপর গোপন ভোটের ব্যবস্থা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার এবং ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে উপ-প্রধান নির্বাচন করে ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় উপস্থিত দুই জন কাউন্সিলর বলেন, ‘এখানে নিজে থেকে কেউ প্রার্থী হননি। সবার মতামত শেষে রাত সাড়ে ৮টা থেকে কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে লিখে গোপন বাক্সে জমা দেন। গণনা শেষে ফলাফল ঘোষণার দায়িত্ব দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। রাত ১১টার দিকে ঘোষণা করা হয় সর্বোচ্চ ভোটে সভাপতি এজে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নাম।’