বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ৮ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণ- সমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেল ৩টায় সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মাদার্শা ইউনিয়ন বিএনপির আহবায়ক আহমদুল হক সিকদার এর সভাপতিত্বে, সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, উনার নেতৃত্বে বাংলাদেশে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মী ও সাধারণ আমজনতা কে সাথে নিয়ে গণ মিছিল নিয়ে গণ সমাবেশ কে জনসমুদ্রে রুপ দিতে হবে, ইনশাআল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রহিম, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস ছামাদ, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক লোকমান মেম্বার, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, মোস্তাক আহমেদ, সাতকানিয়া উপজেলা বিএনপির নেতা হারুনুর রশিদ, এস এম নূরুল হক, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মেম্বার, চরতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইউনুস মেম্বার, সদস্য সচিব আবু ছৈয়দ মেম্বার, ঢেমশা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিঃ যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবুল ফয়েজ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুল হক রাসেল, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক আবদুল মন্নান, নলুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইমরান, এওচিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, মাদার্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল ইসলাম, সিঃ যুগ্ম আহবায়ক কুতুব উদ্দীন, ছদাহা ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, আরকান সড়ক পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ শফি, জসিম, জয়নাল।
সাতকানিয়া উপজেলা যুবদল নেতা নেজাম উদ্দিন, মোঃ নাজিম উদ্দীন, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নবী, জিয়াউর রহমান জিয়া, আবু তৈয়ব সাতকানিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান মিটু, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ তারেক, তারেক মাহমুদ রিদুয়ান, আবু সাঈদ রাসেল, আবু সামা, আলী মিয়া, সোহেল, হাসান, উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, আশিকুর রহমান, জামশেদ, মোহাম্মদ ত্বোহা, মোহাম্মদ নাজিম উদ্দীন, আবদুল্লাহ আল রাফি, মিনহাজুল হক, আব্দুর রহিম মাহী, মোহাম্মদ সামী, ইমন, মহিউদ্দিন, বাবর আজম, আদনান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।