ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ পিএম, ৮ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে গৃদা নারায়ণপুর এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান।
প্রধান বক্তা ছিলেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও শরীফুল আলম। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। সভা সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সরকার আমাদের আন্দোলনের ভয়ে ভীত হয়েই আমাদেরকে ভয় দেখানোর পথ বেছে নিয়েছে কিন্তু এবার তাঁদের এ চেষ্টা দূর্বার আন্দোলন এবং জনস্রােত্রের জোয়ারে খরকুটোর মতো ভেসে যাবে। চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এ সরকার পতন নিশ্চিত করে গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনা ছাড়া অন্য কোন বিকল্প নেই। প্রস্তুতি সভায় সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।